ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প

232

জাকার্তা, ২৩ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে মঙ্গলবার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি বা তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানায়। খবর এএফপি’র।
সংস্থাটি জানায়, ভূপৃষ্ঠের ১০২ কিলোমিটার গভীরে সমুদ্রোপকূলে এ ভূমিকম্প আঘাত হানে। এর উপত্তিস্থল ছিল উত্তর সুলাওয়েসির গোরোনতালো নগরীর ৯৭.৫ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে।
ভূপৃষ্ঠের গভীরে আঘাত হানা ভূমিকম্পের তুলনায় স্বল্প গভীরে আঘাত হানা ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রবণতা অনেক বেশি থাকে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া পৃথিবীর অধিক দুর্যোগপূর্ণ দেশগুলোর অন্যতম।
২০১৮ সালে সুলাওয়েসি দ্বীপের পালুতে রিখটার স্কেলে ৭.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ৪ হাজার ৩শ’র বেশি মানুষ প্রাণ হারায়।