বাসস ক্রীড়া-১৮ : চাপে থাকা গোলরক্ষক ডি গিয়াকে ‘বিশ্বসেরা’ বললেন কোচ সুলশার 

218

বাসস ক্রীড়া-১৮
ফুটবল-প্রিমিয়ার-ম্যানইউ-ডি গিয়া
চাপে থাকা গোলরক্ষক ডি গিয়াকে ‘বিশ্বসেরা’ বললেন কোচ সুলশার
লন্ডন, ২৩ জুন ২০২০ (বাসস/এএফপি) : ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশার মনে করেন ডেভিড ডি গিয়া এখনো ‘বিশ্বসেরা’ গোল রক্ষক’। ইউনাইটেডের হয়ে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে ম্যাচে বাজে পারফর্মেন্সের জন্য দারুনভাবে সমালোচনার মুখে পড়েছেন ডি গিয়া।
কাল শেফিল্ড ইউনাইটেডের মোকাবেলা করবে ইউনাইটেড। ৮ মার্চ ম্যানচেস্টার ডার্বির পর প্রথমবার ওল্ড ট্রাফোর্ডের জন্য লাইনআপ করতে যাচ্ছেন যাচ্ছেন সুলশার। করোনা ভাইরাসের লকডাউনের পর ইউনাইটেড প্রথম প্রত্যাবর্তন করেছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। শুক্রবার স্পার্সদের বিপক্ষে ওই ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ম্যাচে আঙ্গুলে লাগার পরও গোলের বলটি আটকাতে না পারায় ইউনাইটেডের সাবেক কোচ রয় কিন কড়া সমালোচনায় মেতে উঠেন ডি গিয়ার।
তবে গোল রক্ষককে সমর্থন দিয়ে সুলশার বলেন,‘ ডেভিড বিশে^র সেরা গোল রক্ষক। আমাদের সর্বশেষ ৭ ম্যাচে মাত্র দুই গোল হজম করেছেন ডি গিয়া। এ সব ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ছিল সিটি, চেলসি এবং টটেনহ্যাম ও এভারটন। এ সময় সে অনেকগুলো গোল আটকে দিয়েছে। দলীয় জয়েও ভুমিকা রেখেছে।’
বাসস/এএফপি/এমএইচসি/২০১৩/স্বব