দুই দিনের বেতন দান করলেন ভেট্টরি

292

ঢাকা, ২৩ জুন ২০২০ (বাসস) : আর্থিক অনটনে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৩৫ কর্মচারীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং পরামর্শক সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।
নিউজিল্যান্ডের এই কিংবদন্তী ক্রিকেটার এই মুহূর্তে বাংলাদেশ দলের সর্বোচ্চ বেতনধারী কোচ। তিনি তার দুই দিনের বেতন আনুমানিক ৫০০০ মার্কিন ডলার দান করেছেন নিন্ম আয়ের এইসব কর্মচারীদের জন্য।
বিসিবি ক্রিকেট অপরাশেন্স এর একজন কর্মকর্তা জানান, ভেট্টরির দানকৃত ওই অর্থ ভাগ করে দেয়া হবে বোর্ডের ১৩৫জন কর্মচারির মধ্যে। এর বাইরে আরো ২৬৫ জন কর্মচারীর মধ্যে বিতরন করা হবে ক্রিকেটারদের গড়ে তোলে তহবিলের ৯লাখ টাকা। বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রায় ৪০০ কর্মচারী সহায়তার আওতায় এসেছে।
গত নভেম্বরে বাংলাদেশের কোচিংয়ে যোগ দেন ভেট্টরি। দৈনিক ২৫০০ মার্কিন ডলার বেতনে মোট ১০০ দিনের জন্য তাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এর আগে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমনের কারণে আর্থিক সংকটে থাকা বিসিবি কর্মচারীদের সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন এই কিউই কংবদন্তী।