বাসস দেশ-৩২ : এ বছর সীমিত আকারে হজ অনুষ্ঠিত হবে

114

বাসস দেশ-৩২
হজ-রিয়াদ-ঢাকা
এ বছর সীমিত আকারে হজ অনুষ্ঠিত হবে
ঢাকা, ২৩ জুন, ২০২০ (বাসস) : সৌদি আরব বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, তারা এ বছর খুবই সীমিত আকারে হজের আয়োজন করছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ মহামারীর কারণে এ বছর বরাবরের মতো হজ অনুষ্ঠিত হবে না।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেনকে গতকাল সন্ধ্যায় ফোনে একথা জানান। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর দেশী-বিদেশী মিলিয়ে ১ হাজারের মত হাজীকে হজব্রত পালন করার অনুমতি দেয়া হবে।
সৌদি সরকারের এই সিদ্ধান্তকে উদ্ভুত পরিস্থিতিতে ‘বিচক্ষণ’ সিদ্ধান্ত অভিহিত করে বাংলাদেশী পররাষ্ট্রমন্ত্রী সৌদি প্রিন্সকে ধন্যবাদ জানান।
সোমবার সৌদি আরব ঘোষণা করেছে, এ বছর তারা খুবই সীমিত’ আকারে হজ আয়োজন করবে। শুধুমাত্র যারা দেশটিতে অবস্থান করছে তাদেরকেই হজ পালনের অনুমতি দেয়া হবে।
বাসস/টিএ/অনু-কেএটি/১৯৪৯/আরজি