বাসস দেশ-৩১ : চাল ব্যবসায়ি হত্যা মামলার আসামি মুন্না কারাগারে

115

বাসস দেশ-৩১
আসামি-কারাগার
চাল ব্যবসায়ি হত্যা মামলার আসামি মুন্না কারাগারে
ঢাকা, ২৩ জুন, ২০২০ (বাসস) : রাজধানীর হাজারীবাগের চাল ব্যবসায়ি হত্যা মামলার আসামি মুন্নাকে রিমান্ড শেষে আজ কারাগারে পাঠানো হয়েছে।
চাল ব্যবসায়ি বাদল হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি শরফ উদ্দিন মুন্নাকে ৩ দিনের রিমান্ড শেষে আজ ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগের বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি চাল ব্যবসায়ি শেখ মো. বাদল মিয়া। নিখোঁজের চারদিন পর হাজারীবাগের ঝাউচর গুদারাঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরে এ ব্যাপারে হাজারীবাগ থানায় একটি মামলা করা হয়।
এ মামলায় গত ১৯ জুন মুন্নাকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার তিন দিনের রিমান্ড শেষে মুন্নাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯৪৮/এএএ