বাসস দেশ-২৭ : রূপালী ব্যাংক কর্মকর্তার জামিন নাকচ

128

বাসস দেশ-২৭
জামিন-নাকচ
রূপালী ব্যাংক কর্মকর্তার জামিন নাকচ
ঢাকা, ২৩ জুন ২০২০ (বাসস) : রুপালি ব্যাংক কর্মকর্তা সাজাপ্রাপ্ত মো.ফরিদ উদ্দিনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।
মাইক্রোক্রেডিট ঋণ জালিয়াতির মাধ্যমে ২৬ লাখ ৪৫ হাজার ৭৭০ টাকা আত্মসাৎ ও ক্ষতিসাধনের অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারিক আদালতে দন্ডিত হন এ আসামি।
হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এর ভার্চুয়াল বেঞ্চ তার পেন্ডিং আপিল মামলায় জামিন আবেদনের উপর শুনানি শেষে আজ তার জামিন আবেদন না-মঞ্জুর করেন বলে বাসস’কে জানান ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
আজ দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুলতান আহমেদ।এ মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বগুড়া বিশেষ জজ আদালত ২০১৭ সালের ১১ অক্টোবর মো. ফরিদ উদ্দিনকে দন্ডবিধির ৪০৯ ধারায় ৫ বৎসর সশ্রম কারাদন্ড ও দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় ৫ বৎসর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের জেল দিয়েছিলেন। উভয় কারাদন্ড একসাথে চলবে মর্মে রায়ে বলা হয়।
বাসস/এএসজি/ডিএ//১৯১৪/কেকে