বাসস বিদেশ-১০ : সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন

112

বাসস বিদেশ-১০
সিঙ্গাপুর -নির্বাচন
সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন
সিঙ্গাপুর, ২৩ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েন লুং বলেছেন, তিনি প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবকে পার্লামেন্ট ভেঙে দিয়ে রিট অব ইলেকশন জারি করার পরামর্শ দিয়েছেন।
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মঙ্গলবার তিনি এ কথা বলেন।
সিঙ্গাপুরে সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাসস/জুনা/১৭৩৫/জেহক