বাসস ক্রীড়া-১ : রেড স্টার বেলগ্রেডের পাঁচজন ফুটবলার করোনা পজিটিভ

104

বাসস ক্রীড়া-১
ফুটবল-করোনা
রেড স্টার বেলগ্রেডের পাঁচজন ফুটবলার করোনা পজিটিভ
বেলগ্রেড, ২৩ জুন ২০২০ (বাসস) : সার্বিয়ান ফুটবল ক্লাব রেড স্টার বেলগ্রেডের পাঁচজন খেলোয়াড়ের দেহে কোভিড-১৯ সংক্রমন ধরা পড়েছে। ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েকটি ম্যাচ খেলার পর তাদের দেহে করোনার অস্তিত্ব দেখা দিয়েছে। ঐ ম্যাচগুলোতে হাজার খানেক দর্শকও উপস্থিত ছিল।
করোনাভাইরাসের সংক্রমন কাটিয়ে ১২ দিন আগে সার্বিয়ান লিগে প্রথম ম্যাচে রেড স্টার নগর প্রতিদ্বন্দ্বী পার্টিজান বেলগ্রেডের মুখোমুখি হয়েছিল। ঐ ম্যাচে প্রায় ১৬ হাজার মানুষের উপস্থিতির রেকর্ড রয়েছে। করোনা সংকট কাটিয়ে ইউরোপের কোন ম্যাচে এটাই সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি। চলতি মাসের শুরুতে সার্বিয়া সরকার লক ডাউন শিথিল করে ঘোষনা দিয়েছিল উন্মুক্ত স্থানে সীমিত সংখ্যক মানুষের উপস্থিতির অনুমতি রয়েছে।
কিন্তু টেলিভিশন চ্যানেল আরটিএস’র মাধ্যমে দেখা গেছে স্বাস্থ্যনীতি মানার খুব একটা লক্ষণ মানুষের মধ্যে ছিলনা। শনিবার প্রোলেটারের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বেলগ্রেড। ম্যাচে ১০ হাজারেরও বেশী সমর্থকের সামনে রেড স্টার বেলগ্রেড সার্বিয়ান লিগ শিরোপা জয় উদযাপন করেছে।
অথচ ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে শেষ ম্যাচে করোনার উপস্বর্গ দেখা দেয়ায় পাঁচ জনের মধ্যে চারজন খেলোয়াড়রই খেলতে পারেননি। এক বিবৃতিতে রেড স্টার জানিয়েছে, ‘খেলোয়াড়রা সুস্থ অনুভব করছে। কিন্তু তারপরেও তাদেরকে কঠোর আইসোলেশনে রাখা হয়েছে। ক্লাবের মেডিকেল দল তাদের সার্বক্ষনিক পর্যবেক্ষনে রেখেছে।’
দুই সপ্তাহ আগে সার্বিয়ার প্রতিবেশী মন্টেনেগ্রো নিজেদের করোনাভাইরাস মুক্ত ঘোষনা করলেও গত সপ্তাহে সেখানে নতুন শনাক্ত পাওয়া গেছে। কর্মকর্তাদের দাবী বেলগ্রেডের ম্যাচ দেখতে গিয়ে সীমানা ছাড়িয়ে তারা আবারো ভাইরাসটি মন্টেনেগ্রোতে নিয়ে এসেছে।
করোনা সংকট কাটিয়ে গত ২৯ মে সার্বিয়ান লিগ পুনরায় শুরু হয়। প্রথমদিকে দর্শক বিহীন মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হলেও পরবর্তীতে সরকারের সবুজ সঙ্কেতে তা কিছুটা শিথিল করা হয়।
বাসস/নীহা/১৬৪০/স্বব