বাসস বিদেশ-৭ : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ২০ হাজার ছাড়িয়েছে

100

বাসস বিদেশ-৭
যুক্তরাষ্ট্র-ভাইরাস-মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ২০ হাজার ছাড়িয়েছে
ওয়াশিংটন, ২৩ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোমবার এক লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪২৫ জন কোভিড-১৯ ভাইরাসে প্রাণ হারানোয় এই সীমা অতিক্রম করলো। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
এদিকে স্থানীয় সময় সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারিতে এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৩ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। এদের মধ্যে প্রায় ৬ লাখ ৪০ হাজার করোনা রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে।
আগের দিনের ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ৩০৫ জন। এ সংখ্যা বিগত মাসগুলোতে সর্বনি¤œ মৃত্যুর অন্যতম।
এনিয়ে ১২তম দিনের মতো দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে প্রাত্যহিক মৃতের সংখ্যা হাজারের নিচে রয়েছে। গত মধ্য এপ্রিলে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যেতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্য বৃহত্তর পরিসরে লকডাউন পদক্ষেপ ইতোমধ্যে তুলে নিয়েছে। যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তি কেন্দ্র নিউইয়র্কও অত্যাবশকীয় নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান ফের খোলার অনুমতি দেয়ার মাধ্যমে সোমবার একটি বড় পদক্ষেপ নিয়েছে।
নিউইয়র্ক ও দেশের উত্তরপূর্বাঞ্চলের পরিবর্তে বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তি কেন্দ্রে পরিণত হওয়ায় প্রাথমিকভাবে এ দুই অঞ্চলের প্রায় ২০ অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ফের বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এসব রাজ্যের মধ্যে ফ্লোরিডায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। সেখানে সোমবার প্রায় ৩ হাজার করোনায় আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে নেমে আসতে দেখা গেলেও বিগত কয়েকদিন ধরে এ আক্রান্তের সংখ্যা ফের বেড়ে ৩০ হাজারের কাছাকাছি চলে গেছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ফের খুলে দেয়ায় এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে
দেশব্যাপী বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভের পর দেশটিতে কোভিড-১৯ ভাইরাস দ্বিতীয় দফায় বিস্তারের আশংকা করা হচ্ছে।
এদিকে করোনাভাইরাস সংকট দেখা দেয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী সমাবেশ শনিবার রাতে ওকলাহোমায় অনুষ্ঠিত হয়। এতেও করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় এ ধরনের সমাবেশ আয়োজনের সমালোচনা করা হয়।
অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যেতে পারে। তবে তিনি জোরদিয়ে বলেন, এ ভাইরাস ছড়িয়ে পড়া মোকাবেলায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ গ্রহণ না করলে ২০ লাখ থেকে ৪০ মানুষ প্রাণ হারাতে পারে।
বাসস/এমএজেড/১৬৩০/জেহক