বাসস দেশ-১৫ : দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

101

বাসস দেশ-১৫
আওয়ামী লীগ-প্রতিষ্ঠাবার্ষিকী
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ঢাকা, ২৩ জুন, ২০২০ (বাসস) : বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্যদিয়ে দেশের বিভিন্ন স্থানে দিবসটি উদযাপন করা হয়েছে। এবারে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় স্বল্প পরিসরে দিবসটি উদযাপন করা হচ্ছে বলে নেতৃবন্দ জানান।
বাসস-এর জেলা সংবাদদাতাদের পাঠানো খবরে জানা যায়- বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ফেনী জেলা আওয়ামী লীগ। আজ বেলা ১১টায় শহরের জেল রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করেছে দলের নেতৃবৃন্দ। এসময় জেলা আওয়ামী লীগের পক্ষে হতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি এবং জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার পুষ্পমাল্য অর্পণ করেন।
শহীদ খন্দকার জানান, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় স্বল্প পরিসরে দিবসটি উদযাপন করছে জেলা আওয়ামী লীগ। তিনি জানান, দিনের বিভিন্ন সময়ে সদর ব্যতীত জেলার অন্য পাঁচ উপজেলায় শুধুমাত্র সভাপতি এবং সম্পাদক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি উদযাপন করবেন।
চুয়াডাঙ্গায় যথাযথ ভাবে দিবসটি উদযাপিত হয়েছে। আজ সকাল ৬টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সাবেক হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সাবেক হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী আশু মিয়া, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক এম মহিউদ্দিন আহম্মেদ মুক্তু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রচার সম্পাদক জাহিদুর রহমান, ধর্ম সম্পাদক সফিকুজ্জামান সবুজ, সদস্য কাজী ওহিদুল ইসলাম।
পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, গোবিন্দপুর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মহারাজপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মুন্সী, রাঘদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান রেন্টু, উপজেলা যুবলীগ নেতা আমিনুর রহমান পল্টু প্রমুখ। জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জলিরপাড় ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগীসহ ইউনিয়ন, উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের মৃত্যুতে নিরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। পরে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।
বাসস/সংবাদদাতা/১৫৩৫/-কেজিএ