বাসস দেশ-১৪ : ব্রহ্মপুত্র যমুনা গঙ্গা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে

104

বাসস দেশ-১৪
নদ নদী পরিস্থিতি
ব্রহ্মপুত্র যমুনা গঙ্গা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে
ঢাকা, ২৩ জুন, ২০২০(বাসস) : ব্রহ্মপুত্র ,যমুনা, গঙ্গা, ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
তবে দেশের উত্তরÑপূর্বাঞ্চলে আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের পশ্চিমঙ্গ,আসাম ও মেঘালয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময়ে ব্রক্ষ্মপুত্র যমুনা উত্তরাঞ্চলের তিস্তা দুধকুমারসহ এবং উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
এছাড়া আগামী ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।আগামী ৭২ ঘন্টায় গঙ্গা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পয়েন্টের মধ্যে ৫৫ টিতে পানি বৃদ্ধি পেয়েছে।
হ্রাস পেয়েছে ৪৫ টি পয়েন্টে। অপরিবর্তিত রয়েছে ১ টি’তে।
বাসস/সবি/এসএস/১৫৩০/অমি