বাসস বিদেশ-৫ : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াতে পারে : ট্রাম্প

110

বাসস বিদেশ-৫
ভাইরাস-যুক্তরাষ্ট্র-ট্রাম্প-মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াতে পারে : ট্রাম্প
নিউইয়র্ক, ২৩ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ক্যাবল টেলিভিশন চ্যানেল স্পেকট্রাম নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ‘এটি দেড় লাখ পর্যন্ত হতে পারে। এটি এ সংখ্যা অতিক্রমও করতে পারে।’
তিনি বলেন, ‘তবে আমরা (এ ভাইরাসের তীব্রতা হ্রাসের ব্যবস্থা গ্রহণ করতে না পারলে) ২০ লাখ থেকে ৪০ লাখ মানুষ হারাতে পারি।’
মধ্য মার্চে ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন প্রকাশিত এক জরিপে চরম ছোঁয়াচে এ ভাইরাসের ছড়িয়ে পড়া মোকাবেলায় কোন প্রচেষ্টা চালানো না হলে যুক্তরাষ্ট্রে ২২ লাখ মানুষের মৃত্যুর সম্ভাবনার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।
জন হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে।
ট্রাম্প বলেন, করোনাভাইরাস মোকাবেলায় ‘আমরা ভাল কাজ করেছি এবং এখন আমরা আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া শুরু করেছি।’
সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অনেক অঙ্গরাজ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়া অব্যাহত থাকায় আরো নির্বাচনী সমাবেশ অনুষ্ঠানের ব্যাপারেও প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়।
তিনি বলেন, ‘আমরা নিরাপত্তার ব্যাপারে সর্বদা উদ্বিগ্ন রয়েছি। আমরা এ বিষয়ে পর্যবেক্ষণ করতে চাই।’
ট্রাম্পের মঙ্গলবার ফিনিক্সে ‘স্টুডেন্ট ফর ট্রাম্প’ নামের এক অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে। তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে কঠিন লড়াইয়ের মুখোমুখী হতে যাচ্ছেন।
বাসস/এমএজেড/১৪৩০/জেহক