বাসস দেশ-৮ : করোনায় পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপির শোক

125

বাসস দেশ-৮
পুলিশ মৃত্যু-আইজিপি-শোক
করোনায় পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপির শোক
ঢাকা, ২৩ জুন, ২০২০(বাসস): করোনায় আক্রান্ত হয়ে পুলিশের কনস্টেবল রফিকুল ইসলামের মৃত্যুতে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় আইজিপি বলেন, ‘করোনাকালে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা জনগণের পাশে থেকে তাদেরকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন। করোনা প্রতিরোধে দায়িত্ব পালনকালে আমরা আরও এক বীর পুলিশ সদস্য কনস্টেবল মো: রফিকুল ইসলামকে হারালাম। জনসেবাবায় তার অসামান্য অবদানের জন্য আইজিপি এই পুলিশ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধ জানান ।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।’
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন কনস্টেবল রফিকুল ইসলাম (৫৬) গতকাল রাতে ইন্তেকাল করেন।
তিনি ১৯৮৬ সালে পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।
তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার আহমেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃতুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের বন্দর পুলিশ ফাঁিড়তে কর্মরত ছিলেন।
বাসস/সবি/এমএমবি/১৪১০/অমি