বিশ্বে ৯০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত

242

প্যারিস, ২৩ জুন, ২০২০(বাসস ডেস্ক): বিশ্বজুড়ে ৯০ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার এএফপি’র হিসেব থেকে এ কথা জানা গেছে।
বিশ্বজুড়ে আক্রান্ত ৯০ লাখ ৯১ জনের মধ্যে অর্ধেকেরও বেশি ইউরোপ ও আমেরিকার।
ইউরোপে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৩৭ হাজার ৪৫১ এবং যুক্তরাষ্ট্রে ২২ লাখ ৮১ হাজার ৯০৩ ।
গত ১৬ মে’র পর থেকে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। গত সাতদিনে ১০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।