পিরোজপুরে আজ রথযাত্রার শোভাযাত্রা স্থগিত

180

পিরোজপুর, ২৩ জুন, ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে আজ জেলায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার শোভাযাত্রা স্থগিত করা হয়েছে।
পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসু বাসসকে জানান, রথযাত্রার যে শোভযাত্রা হত এবছর করোনার কারণে তার আয়োজন থেকে আমরা বিরত রয়েছি।
তিনি বলেন, প্রতিবছর রায়েরকাঠীতে ইসকন এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির থেকে রথ নিয়ে সহ¯্র নারী-পুরুষ-শিশুর অংশগ্রহণে শোভাযাত্রা দীর্ঘপথ অতিক্রম করে পিরোজপুর শহরের গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। অনুরূপভাবে ৯ দিন পর ফিরতি রথ রায়েরকাঠীর জগন্নাথ মন্দিরে ফিরে যায়।
গোপাল চন্দ্র বসু জানান, এবছর প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে আজকের রথযাত্রা এবং ৯ দিন পরের ফিরতি রথযাত্রা পালন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মন্দিরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে ধর্মীয় পূজা অর্চনা ও আনুষ্ঠানিকতা পালন করা হবে।