ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের আরো ২ সদস্যের করোনা পজিটিভ

194

ওয়াশিংটন, ২৩ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের আরো দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সপ্তাহান্তে ওকলাহোমার টালসায় তার নির্বাচনী সমাবেশ আয়োজনে সহায়তা করেন। সোমবার নির্বাচনী প্রচারণা কেন্দ্র একথা জানায়। খবর এএফপি’র।
নির্বাচনী প্রচারণা কেন্দ্রের যোগাযোগ বিষয়ক পরিচালক টিম মার্টাগ বলেন, ‘এ দুই স্টাফ সমাবেশে অংশ নিলেও এ অনুষ্ঠান চলাকালে তারা সার্বক্ষণিকভাবে মাস্ক পরে ছিলেন। এ দু’জনই অগ্রবর্তী দলের সদস্য।’
মার্টাগ বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়ায় নির্বাচনী প্রচারণা কেন্দ্র তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টিনের ব্যবস্থা করে এবং তাদের সংস্পর্শে আসা লোকদের সনাক্ত করা হচ্ছে।’
শনিবারের ওই সমাবেশের কয়েকঘণ্টা আগে ওই কেন্দ্র জানায়, টালসার অগ্রবর্তী দলের ছয় সদস্যের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
এ সমাবেশের কারণে অতি সোয়াচে এ ভাইরাস ফের ছড়িয়ে পড়তে পারে স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে এমন উদ্বেগ থাকা সত্ত্বেও ট্রাম্প এ সমাবেশের আয়োজন করেন।
মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এটি ট্রাম্পের প্রথম নির্বাচনী সমাবেশ। ট্রাম্প আগামী নভেম্বরে অনুষ্ঠেয় পুননির্বাচনের কঠিন লড়াইয়ে অবতীর্ণ।
করোনাভাইরাস সংকট দেখা দেয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী সমাবেশ শনিবার রাতে ওকলাহোমায় অনুষ্ঠিত হয়। এতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় এ ধরনের সমাবেশ আয়োজনের সমালোচনা করা হয়।