ইন্দোনেশিয়ায় নতুন করে ৯৫৪ জন করোনা-আক্রান্ত, ৩৫ জনের মৃত্যু

229

জাকার্তা, ২২ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ায় নতুন করে একদিনে ৯৫৪ জন কোভিড-১৯ আক্রান্ত এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪৬ হাজার ৮৪৫ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে আড়াই হাজারে দাঁড়ালো। সোমবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আহমাদ ইউরিয়ান্ত একথা জানান। খবর সিনহুয়ার।
ওই কর্মকর্তা জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠায় আরো ৩৩১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এনিয়ে ইন্দোনেশিয়ায় কোভিড-১৯ ভাইরাস থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৩৫ জনে দাঁড়ালো।
ইউরিয়ান্ত জানান, গত ২৪ ঘণ্টায় পাঁচটি প্রদেশ সাউথ সুমাত্রা, সাউথ কলিমান্তান, জাকার্তা, ইস্ট জাভা ও সাউথ সুলাবেসিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
ইউরিয়ান্ত কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ এড়াতে জনগণের প্রতি ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।