তুরস্কে আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু

278

ইস্তাম্বুল, ২২ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় বুরসা প্রদেশে আকস্মিক বন্যায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। সোমবার স্থানীয় সংবাদমাধ্যমে পরিবেশিত খবরে একথা বলা হয়। খবর সিনহুয়ার।
এনটিভি পরিবেশিত খবরে বলা হয়, রোববার থেকে প্রবল বর্ষণের কারণে এ অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
চ্যানেলটি আরো জানায়, বর্ষণ ও বন্যার কারণে এ নগরীর বিভিন্ন এলাকায় অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে, রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে এবং অনেক গাড়ি রাস্তায় আটকা পড়েছে।
এতে বলা হয়, উদ্ধার দল এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করেছে। সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।