বাসস ক্রীড়া-১১ : লাবুশানের সাথে চুক্তি বাড়ালো গ্লামোরগান

104

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-গ্লামরগান
লাবুশানের সাথে চুক্তি বাড়ালো গ্লামোরগান
লন্ডন, ২১ জুন ২০২০ (বাসস) : অস্ট্রেলিয়ার ডান-হাতি ব্যাটসম্যান মার্নাস লাবুশেনের সাথে চুক্তি মেয়াদ বাড়ালো কাউন্টি দল গ্লামোরগান। ২০২২ মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবের সাথে চুক্তিবদ্ধ থাকবেন লাবুশানে। গ্লামোরগানের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
আগের ২০২০ ও ২০২১ সালের জন্য তøাবটির সাথে চুক্তিবদ্ধ ছিলেন লাবুশানে। কিন্তু করোনাভাইরাসের কারনে চলতি বছরের মৌসুমটি এখনো শুরু হতে পারেনি। তাই কার্ডিফের ক্লাবটিতে এ বছর আর খেলতে আসতে চান না লাবুশানে।
ক্লাবের ওয়েবসাইটে লাবুশানে জানান, ‘ প্রথম বছর খেলার পর ২০২০ সালে গ্লামোরগানের চুক্তিটি এক বছর বাড়ানোর সিদ্ধান্তটা সহজ সিদ্বান্ত ছিলো। তাই আমি পরের দু’বছর ক্লাবের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি।
গ্লামোরগানে আমার প্রথম বছর ক্লাব ও ড্রেসিংরুমে পরিবেশ আমার দারুন পছন্দ হয়েছে এবং আমি আবারো ক্লাবের হয়ে খেলার প্রত্যাশায় আছি।’
গেল মৌসুমে কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশীনে ১,১১৪ রান করেন লাবুশেন । এর মধ্যে পাঁচটি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি ছিলো।
গ্লামোরগানের হয়ে তার ঐ পারফরমেন্স অ্যাশেজে অস্ট্রেলিয়া দলে সুযোগ পেতে সহয়তা করে। স্টিভের স্মিথের পরিবর্তে টেস্ট ক্রিকেটের প্রথম কনকাশন সাব হিসেবে খেলতে নেমে ঐ সিরিজে ৫০ দশমিক ৪২ গড়ে ৩৫৩ রান করেন লাবুশানে।
বাসস/এএমটি/১৭৪০/স্বব