মেক্সিকোতে গণকবরে ২১৫টি মৃতদেহ পাওয়া গেছে

423

গুয়াদালয়াজারা, মেক্সিকো, ২১ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : মেক্সিকোর জালিসকো রাজ্যের গুয়াদালয়াজারার কাছে নয়টি গণকবরে জানুয়ারি থেকে মে পর্যন্ত অন্তত ২১৫ টি মৃতদেহ পাওয়া গেছে। কতৃপক্ষ শনিবার এ কথা জানায়।
রাজ্যের কৌঁসুলি গিরারর্দো অক্টাভিও সোলিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, গণকবরে ২১৫ টি মৃতদেহ পাওয়া গেছে, এদের বেশীরভাগের পরিচয় জানা গেছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।
গুয়াদালয়াজারার জাপোপান, তাজোমুলকো, জুয়ানকাতলান ও এল সাল্টো শহরের আবদ্ধ অথবা পরিত্যাক্ত খামারে এ সব গণকবর পাওয়া গেছে।
কৌঁসুলি বলেন, তাদের জনবলের অভাবে আরো ৫টি গণকবরের পর্যবেক্ষণ কাজ বাকি আছে। তাদের ধারণা এগুলোর যাচাই কাজ শেষ হলে মৃতদেহের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
করোনাভাইরাস মহামারি সত্ত্বেও মেক্সিকোয় সংঘবদ্ধ অপরাধ কার্যক্রম বন্ধ হয়নি।
বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের মতে ২০০৬ সালের শেষ দিকে সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে প্রেসিডেন্ট ফিলিপ ক্যাল্ডারনের সামরিক অভিযান শুরুর পর থেকে এই সহিংসতা চলছে।
এরপর থেকে ২ লাখ ৮৭ হাজার লোক হত্যাকান্ডের শিকার হয়েছে, যদিও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে কত লোকের মৃত্যু হয়েছে সে বিষয় নিশ্চিত নয় ।