বাজিস-১ : বরগুনা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন চালু

127

বাজিস-১
বরগুনা-সেন্ট্রাল-অক্সিজেন
বরগুনা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন চালু
বরগুনা, ২১ জুন, ২০২০ (বাসস) : বরগুনা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন সরবরাহ করা হয়েছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান আজ বাসসকে জানিয়েছেন, হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন সরবরাহ করা হয়েছে। এই হাসপাতালে ন্যাসাল ক্যানুলা, নন রিব্রিদিং মাস্ক, ভেঞ্চুরি মাস্ক আছে যা দিয়ে ৫০% পর্যন্ত অক্সিজেন সরবরাহ করা এখন সম্ভব।
তিনি বলেন, কিন্তু সেন্ট্রাল অক্সিজেন লাইন হওয়াতে এতে হাই ফ্লো অক্সিজেন সরবরাহ করাও সম্ভব। শুধুমাত্র একটা হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা (এইচএফএনসি) মেশিন হলেই এখন ১০০% অক্সিজেন সরবরাহ করাও সম্ভব হবে, যাতে একজন রোগীকে আইসিউতে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারবে।
ডা. মেহেদী হাসান বলেন, এইচএফএনসি মেশিনের দাম খুব বেশি না। সরকার চেষ্টা করছে ব্যবস্থা করার। কিন্তু সেটা দেশের সব জায়গায় বিশেষত প্রান্তিক জেলাগুলোতে আসতে সময় লেগে যেতে পারে।
তিনি বরগুনা সদর হাসপাতালের জন্য স্থানীয়ভাবে অবস্থাপন্ন মানুষ ও সমাজ সেবকদের কাছে আহবান জানান, সম্মিলিত চেষ্টায় ৩ থেকে ৪ লাখ টাকা দিয়ে একটা এইচএফএনসি মেশিন কেনার উদ্যোগ নেয়ার জন্য। এতে অনেক রোগীর জীবন বাঁচাবে এবং সেটা এই হাসপাতালেই।
বাসস/সংবাদদাতা/১৬০৫/-কেজিএ