বোল্টনকে স্মৃতিকথার জন্যে চড়া মূল্য দিতে হবে : ট্রাম্প

306

ওয়াশিংটন, ২১ জুন, ২০২০(বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে স্মৃতিকথার জন্যে বড়ো ধরণের মূল্য দিতে হবে।
বইটি প্রকাশে নিষেধাজ্ঞা জারিতে বিচারকের অস্বীকৃতির পর শনিবার ট্রাম্প টুইটারে বলেছেন, বোল্টন আইন ভঙ্গ করেছেন। এ জন্যে তাকে চড়া মূল্য দিতে হবে।
প্রশাসন বোল্টনের বিরুদ্ধে ঠিক কি ধরণের পদক্ষেপ নিচ্ছে তার বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প আরো বলেন, তিনি জনগণের ওপর বোমা ফেলে তাদের হত্যা করতে পছন্দ করেন। এখন তার মাথায় বোমা ফেলা হবে।