বাসস দেশ-৪৯ : ২১ জুন সাংবাদিক নির্যাতন দিবস

235

বাসস দেশ-৪৯
সাংবাদিক- নির্যাতন
২১ জুন সাংবাদিক নির্যাতন দিবস
ঢাকা, ২০ জুন ২০২০ (বাসস) : আগামীকাল ২১ জুন সাংবাদিক নির্যাতন দিবস। ১৯৯২ সালের ২১ জুন বিকালে তদানীন্তন বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর নির্দেশে পুলিশ বাহিনী অতর্কিতভাবে জাতীয় প্রেসক্লাবে হানা দিয়ে সাংবাদিকদের উপর নির্বিচার আক্রমণ চালায়। পুলিশের বেপরোয়া লাঠিপেটায় এদিন বেশ কয়েকজন সাংবাদিক নেতাসহ অন্তত ১০/ ১২ জন সাংবাদিক গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক এখনও ওই হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছেন। এরপর থেকে দেশের সাংবাদিক সমাজ ২১ জুনকে ‘সাংবাদিক নির্যাতন দিবস’ হিসাবে পালন করে আসছে।
এবার করোনা পরিস্থিতির কারণে এ দিবসটি উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলাদাভাবে প্রতিবাদ কর্মসূচী না থাকলেও ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু অপর এক বিবৃতিতে ওইদিনের হামলার নিন্দা জানিয়ে সাংবাদিকদের উপর কোনও দুর্বৃত্ত গোষ্ঠী যাতে ভবিষ্যতে আর হামলা করতে না পারে, সেজন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বাসস/সবি/এমএআর/২১১০/স্বব