বাসস ক্রীড়া-১৬ : করোনায় বিপক্ষে লড়াই করা অপুও আক্রান্ত হলেন

232

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-অপু
করোনায় বিপক্ষে লড়াই করা অপুও আক্রান্ত হলেন
ঢাকা, ২০ জুন ২০২০ (বাসস) : আশিকুর রহমান, সজিব দাস, নাফিস ইকবাল ও জাতীয় দলের সাবেক মাশরাফি বিন মর্তুজার পর এবার প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
গত সপ্তাহে অসুস্থবোধ করায় গেল বুধবার করোনা পরীক্ষা করান অপু। আজ দুপুরে অপুর করোনা পজিটিভ আসে।
নিজের আক্রান্তের কথা জানিয়ে অপু বলেন, ‘আজকে আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। সেখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ ফলাফল পজিটিভ এসেছে। নারায়নগঞ্জে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছি।’
করোনা প্রার্দুভাবের পর থেকেই নিজ এলাকা নারায়নগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ান অপু। ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে অসহায়দের সহায়তা করেন তিনি। তার সঙ্গে হাত মেলান বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। নারায়ণগঞ্জের ফরাজিকান্দা এলাকায় ১৫ মুক্তিযোদ্ধাকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যও তুলে দেন দিয়েছিলেন অপু। এছাড়া রোজায় ১৮শ মানুষের ইফতারের ব্যবস্থা করেছেন তিনি।
অপুর উদ্যোগের প্রশংসা করে তামিম বলেছিলেন, ‘অনেক সময়ই আমাদেরকে বিচার করা হয় শুধু ক্রিকেট দিয়ে। অপু দেখিয়ে দিচ্ছে, মানুষ হিসেবে বড় হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বাসস/এএমটি/২০৪০/স্বব