বাসস ক্রীড়া-১৫ : মাশরাফির সুস্থতায় দোয়া চেয়েছেন দেশের ক্রিকেটাররা

194

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-মাশরাফি-মুশফিক-রুবেল
মাশরাফির সুস্থতায় দোয়া চেয়েছেন দেশের ক্রিকেটাররা
ঢাকা, ২০ জুন ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজই মাশরাফির শরীরে করোনা শনাক্ত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেন, ‘আপনি সব সময় চ্যাম্পিয়ন এবং ইনশাল্লাহ এবারও আপনি সকল প্রতিকূলতাকে দূর করতে সক্ষম হবেন। কয়েক বিলিয়ন মানুষ আপনার জন্য দোয়া করছে ভাই, এই দেশে আপনাকে প্রয়োজন।’
বাংলাদেশের পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘খবরটি শুনে খুবই শকড হয়েছি। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন মাশরাফি ভাই। সবাইকে মাশরাফি ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করছি।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী লিখেছেন, ‘আপনি সমস্ত যুদ্ধে জিতেছেন, আপনি এই যুদ্ধেও জিতবেন ইনশাআল্লাহ!’
বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘আশা করি মাঠের যোদ্ধার মতোই যুদ্ধ করে বেশ ভালোভাবেই ফিরে আসবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আমি সারা দেশে যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন তাদের সকলের জন্যই প্রার্থনা করছি সবাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। শক্ত থাকুন চ্যাম্প।’
বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটসম্য্যান মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘ম্যাশ কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি সদয় হবেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আপনি সকল যুদ্ধেই জয়ী হয়েছেন, ইনশাআল্লাহ এই যুদ্ধেও জিতবেন আপনি। আমার চ্যাম্প শক্ত থাকুন, ভাই।’
বৃহস্পতিবার রাত থেকে শরীরে জ্বর অনুভব করেন নড়াইল-২ আসনের সাংসদ সদস্য মাশরাফি। এরপর কোভিড-১৯ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয় এবং সেই নমুনার ফল আজ পজিটিভ আসে।
সকলের কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখেছেন, ‘আজকে আমার কোভিড-১৯ রেজাল্ট পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।
আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’
করোনাভাইরাসের প্রার্দুভাব শুরুর পর থেকেই নিজের নির্বাচনী এলায়কায়, ক্রিকেট সংশ্লিষ্ট ও দেশের মানুষের জন্য সহায়তার জন্য পাশে দাঁড়িয়েছিলেন মাশরাফি।
করোনা আক্রান্তদের সহায়তায় নিজের ১৮ বছরের ঐতিহাসিক ব্রেসলেট নিলামে তুলেন মাশরাফি। ২০০১ সালে জাতীয় দলে যোগদানের পর থেকেই হাতে ঐ ব্রেসলেট পড়ছিলেন তিনি। নিলামে সেই ব্রেসলেটটি ৪২ লাখ টাকায় বিক্রি হয়। এই অর্থ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে জমা হয়। এটি দিয়ে অসহায়-দুস্থদের সহায়তা করা হবে।
বাসস/এএমটি/২০৪০/স্বব