বাসস ক্রীড়া-৮ : সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন স্টার্লিং

99

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-স্টার্লিং
সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন স্টার্লিং
ডাবলিন, ২০ জুন ২০২০ (বাসস) : আয়ারল্যান্ড ক্রিকেট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন ২০০৮ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া ডান-হাতি ওপেনার পল স্টার্লিং।
দেশের হয়ে তিন ফরম্যাটে ২৮২টি ম্যাচ খেলেছেন স্টার্লিং। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলার দিক দিয়ে যা চতুর্থ।
তিন ফরম্যাট মিলিয়ে ৮, ৮২১ রান করেছেন স্টার্লিং। সর্বোচ্চ রানের দিক দিয়ে আয়ারল্যান্ডের পক্ষে দ্বিতীয়স্থানে রয়েছেন তিনি।
বল হাতে বেশ সফল স্টার্লিং। তিন ফরম্যাটে ১০১টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। আয়ারল্যান্ডের হয়ে ছয়টি টি-২০ ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ২৯ বছর বয়সী স্টার্লিং।
আয়ারল্যান্ডের অধিনায়কের দায়িত্বে আছেন অ্যান্ড্রু ব্যালবির্নি। তাই তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করতে হবে স্টার্লিংকে। স্টার্লিংকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়াকে সঠিক সিদ্বান্ত বলেই মানেন ব্যালবির্নি।
২০১৯ সালে উইলিয়াম পোর্টারফিল্ড নেতৃত্ব থেকে সড়ে গেলে আয়ারল্যান্ডের অধিনায়ক হন ব্যালবির্নি। স্টার্লিং সহ-অধিনায়ক হবার ব্যাপারে ব্যালবির্নি বলেন, ‘তাকে এই দায়িত্ব দেয়াটা সঠিক সিদ্বান্ত। সে এই দায়িত্বের যোগ্যতা রাখে।’
অবশ্য স্টার্লিংকে সহ-অধিনায়কের দায়িত্ব নেয়ার জন্য উৎসাহি করেছেন অধিনায়ক নিজেই। চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্টার্লিংকে সহ-অধিনায়ক হবার ব্যাপারে উৎসাহি করেন তিনি। ব্যালবির্নি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে স্টার্লিংকে সহ-অধিনায়ক হবার পরিকল্পনার কথা বলেছিলাম। এর সে বলেছিল, এমন কিছু করতে প্রস্তুত এবং এমন দায়িত্ব পেলে খুবই ভালো লাগবে।’
ব্যালবির্নি আরও জানান, ‘আমার মনে হয়, আয়ারল্যান্ডে দলের মধ্যে তার অভিজ্ঞতা অনেক। যার কাছ থেকে সব সময় পরামর্শ নেয়া যায়। তবে দিন শেষে আমার সিদ্বান্তই চূড়ান্ত। তাই আগামী কয়েক বছরের জন্য আমার ডেপুটি হিসেবে তাকে পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত বোধ করছি। আমি নিশ্চিত সে ভালো সহযোগিতা করবে।’
নতুন দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত স্টার্লিংও। দলের সাফল্যের জন্য ব্যালবির্নিকে সকল সহযোগিতা করতে প্রস্তুত স্টার্লিং। তিনি জানান, ‘সে-ই আমাকে সহ-অধিনায়ক হবার প্রস্তুাব দিয়েছিলো। আমরা শৈশব থেকেই এক সাথে খেলছি। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজে দারুন শুরু করেছে। অধিনায়ক হিসেবে দারুন করবে সে। তার ডেপুটি হিসেবে দলের সাফল্যে নিজেকে উজার করে দিবো।’
বাসস/এএমটি/১৭১৫/স্বব