বাজিস-৬ : জয়পুরহাটে ১০ দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন

174

বাজিস- ৬
জয়পুরহাট-উদ্বোধন
জয়পুরহাটে ১০ দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলার উদ্বোধন
জয়পুরহাট, ২২ জুলাই, ২০১৮ (বাসস)ঃ ’সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে রোববার থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ফলজ ও বনজ বৃক্ষ মেলা-২০১৮।
শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আয়োজিত বৃক্ষ মেলার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: সামছুল আলম দুদু এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: রশীদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মো: আরিফুর রহমান রকেট, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জিল্লুর রহমান আকন্দ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল মিয়া। সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, যুগ্ম সম্পাদক জাহেদুল আলম বেনূ প্রমূখ।
মেলায় কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের ১০ মেধাবী শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন প্রধান অতিথি। ১০ দিন ব্যাপী আয়োজিত ফলদ ও বনজ বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারীর ৩১ টি স্টল স্থান পেয়েছে।
বাসস/সংবাদদাতা/১৬২৫/মরপা