বাসস দেশ-৯ : কামাল লোহানীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

106

বাসস দেশ-৯
শোক-হাছান
কামাল লোহানীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২০ জুন, ২০২০ (বাসস) : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক, সংগঠক কামাল লোহানী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার খান মনতলা গ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণকারী কামাল লোহানী নামে খ্যাত আবু নাইম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী আজ সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় কামাল লোহানীর কর্মময় জীবন দেশমাতৃকার সেবায় নিবেদিত ছিল উল্লেখ করে বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বিভাগের প্রধান, উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, ছায়ানটের সম্পাদক ও ক্রান্তি শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্বপালনকারী এই গুণী ব্যক্তিত্ব দেশের সাংস্কৃতিক অঙ্গনে স্মরণীয় হয়ে রয়েছেন।
মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/কেসি/১৩৫৮/আরজি