বাসস দেশ-২০ : ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদ নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে

218

বাসস দেশ-২০
নদনদী-পরিস্থিতি
ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদ নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে
ঢাকা, ১৯ জুন ২০২০ (বাসস) : দেশের নদ-নদীর পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ফলে এই সময়ে মেঘনা অববাহিকার সুরমা- কুশিয়ারা, কংস এবং সোমেশ^রী নদী সমূহের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ভারতের উত্তরাঞ্চলের সিকিম এবং জলপাইগুড়ি অংশে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ফলে উত্তরাঞ্চলের তিস্তা এবং ধরলার পানি দ্রুত বৃদ্ধিপেতে পারে। আগামী ২৪ ঘন্টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদ সীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
এদিকে পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের ১০১টির মধ্যে বৃদ্ধি পেয়েছে ৭৫টি এবং হ্রাস পেয়েছে ২৬টি।
বাসস/সবি/এমএমবি/২০১৬/স্বব