বাসস ক্রীড়া-১১ : প্রমাণ চাইলেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে

226

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-২০১১ বিশ্বকাপ
প্রমাণ চাইলেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে
কলম্বো, ১৯ জুন ২০২০ (বাসস) : অর্থের বিনিময়ে ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে তার দল হেরেছে বলে শ্রীলংকার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দানন্দ আলুথাগমাগের অভিযোগের প্রমান চাইলেন লংকান দুই কিংবদন্তী কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির ক্রীড়ামন্ত্রী পদে থাকা মাহিন্দানন্দ আলুথাগমাগে গতকাল অভিযোগ করেন ফিক্সিং করে শ্রীলংকা দল হেরেছে।
তিনি জানান, ‘আমরা ২০১১ বিশ্বকাপ ফাইনাল বিক্রি করে দিয়েছি। এমনকি আমি তখনকার ক্রীড়ামন্ত্রী হয়েও কথাটা বিশ্বাস করি। ২০১১তে আমরা জয়ের পথেই ছিলাম। কিন্তু ম্যাচটা আমরা বিক্রি করেছি। মনে হচ্ছে এখন এটা নিয়ে কথা বলা যায়। খেলোয়াড়দের জড়াচ্ছি না। তবে ম্যাচ বিক্রি করতে কেউ তো নিশ্চয়ই জড়িত ছিল।’
আলুথাগমাগের এমন অভিযোগের পর মুখ খুলতে বাধ্য হলেন ঐ ফাইনালে শ্রীলংকাকে নেতৃত্ব দেয়া কুমার সাঙ্গাকারা ও দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাঙ্গা বলে, ‘সাবেক মন্ত্রী আলুথাগমাগের উচিত‘প্রমাণ’ নিয়ে আইসিসি ও দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে যাওয়া। যেন অভিযোগের পূর্ণ তদন্ত হতে পারে। এটা খুবই দুর্বোধ্য যে, এমন মারাত্মক একটি বিষয় সামনে আনার জন্য তিনি এতো দিন অপেক্ষা করেছেন! স্মৃতি ঠিক থেকে থাকলে আমার মনে হয়, সে সময় তিনিই ক্রীড়ামন্ত্রী ছিলেন।’
এমন অভিযোগের প্রমাণ দিতে বলে ঐ ফাইনালে সেঞ্চুরি করা জয়াবর্ধনে টুইট করে লিখেন, ‘নির্বাচন কি খুব কাছে? মনে হচ্ছে সার্কাস শুরু হয়ে গেছে। নাম ও প্রমাণ কই?’
সাঙ্গাকারা ও জয়াবর্ধনের এমন বক্তব্যের পর আলুথাগমাগের কি বলবেন, সেটির অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।
মুম্বাইয়ে ওয়াংখেড়েতে হওয়া ঐ ফাইনালে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান করেছিলো শ্রীলংকার। এরপর বল হাতে শুরুতেই ভারতকে চেপে ধরে লংকানরা। ৩১ রানের মধ্যে ভারতের দুই ওপেনার বিরেন্দার শেবাগ ও শচীন টেন্ডুলকারকে বিদায় দেন বর্তমানে টি-২০ দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা। কিন্তু পরবর্তীতে গৌতম গম্ভীরের ৯৭ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৯১ রানের সুবাদে ১০ বল বাকী রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
বাসস/এএমটি/১৯৩৮/স্বব