নড়াইলে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

315

নড়াইল, ১৯ জুন, ২০২০ (বাসস) : জেলায় ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ’ প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ শুক্রবার দুপুরে শেষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ কর্মশালায় জেলার ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় ঘূর্ণিঝড়, তাপমাত্রাসহ প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের পূর্বাভাস ও পরামর্শ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত উপ-পরিচালক দীপংকর দাস, জেলা প্রশিক্ষণ অফিসার অনুজ কুমার বিশ্বাস ও কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ রানা।
এর আগে গত বুধবার সকালে কর্মশালা উদ্বোধন করেন নড়াইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক চিন্ময় রায়।