বাসস ক্রীড়া-৬ : আগামী মৌসুমের বিপিএল আগেভাগে আয়োজনে বাফুফের প্রতি আহ্বান ফুটবলারদের

122

বাসস ক্রীড়া-৬
ফুটবল-বিপিএল-আবেদন
আগামী মৌসুমের বিপিএল আগেভাগে আয়োজনে বাফুফের প্রতি আহ্বান ফুটবলারদের
ঢাকা, ১৯ জুন ২০২০ (বাসস): আগামী মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলা আগেভাগে শুরু করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আহ্বান জানিয়েছে জাতীয় ফুটবলাররা। কারণ এ বছর করোনা মাহামারির কারণে মৌসুমের মাঝামাঝি সময়ে ফুটবল বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা।
ফুটবলাররা বলেন, লীগ থেকে আয়ের অর্থ দিয়েই তাদের পরিবার চলে। তাই বাফুফে যদি লীগ শুরুর তারিখ ঘোষণা করে তাহলে তাদের মানষিক চাপ কমবে।
এক ভিডিও বার্তায় মিডফিল্ডার সোহেল রানা বলেন,‘ কোভিড-১৯ মহামারি আকার ধারন করায় এবারের বিপিএল শেষ করা যায়নি। আমি বাফুফেকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আগামী মৌসুমের বিপিএল শুরুর দিনক্ষন যেন আগেভাগেই ঠিক করা হয়। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপুর্ন। কারণ লীগের খেলায় উপর্জিত অর্থ দিয়ে আমাদের পরিবার চলে। আমরা যদি পরের লীগের সম্ভাব্য একটি তারিখ পাই, তাহলে আমাদের মানষিক চাপ অনেকাংশেই কমে আসবে। ’
আরেক মিডফিল্ডার আব্দুল্লাহ বলেন, এবারের মৌসুম বাতিল হওয়ায় আমরা বাফুফেকে অনুরোধ করব তারা যেন আগামী মৌসুম যতটা সম্ভব আগ ভোগে শুরু করে। পরবর্তী লীগ আয়োজনে অনেক বেশি দেরী হলে সেটা আমাদের পারফর্মেন্সে প্রভাব ফেলবে। লীগ ও ম্যাচ খেলা ছাড়া নিজেদের ফিটনেস ধরে রাখা খুবই কঠিন।’
আব্দুল্লাাহ বলেন ফিটনেস লেভেলের উন্নয়নেও বিপিএলের লীগ খুবই গুরুত্বপুর্ন। যেমনটা বাংলাদেশ জাতীয় দলের বেলায়ও।
তাই আমরা সব খেলোয়াড়রা বাফুফেকে অনুরোধ জানাচ্ছি লীগ আয়োজনের সিদ্ধান্ত নেয়ার জন্য তারা যেন ক্লাবগুলোর সঙ্গে আলাপ আলোচনা শুরু করে।’
বাসস/এমএইচসি/১৮৫২/স্বব