বাসস বিদেশ-৭ : ভারতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৩ হাজার ৫৮৬ জন

150

বাসস বিদেশ-৭
ভারত-ভাইরাস
ভারতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৩ হাজার ৫৮৬ জন
নয়া দিল্লী, ১৯ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে শুক্রবার ২৪ ঘন্টায় নতুন করে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১৩ হাজার ৫৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন।
একদিনে নতুন করে মারা গেছে ৩৩৬ জন, মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৫৭৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
আজ সকাল ৮ টায় প্রকাশিত রিপোর্টে বলা হয়, ২ লাখ ৪ হাজার ৭১০ জন করোনামুক্ত হয়েছে , এটিকে ইতিবাচক মনে করা হচ্ছে। এই হিসাবে বর্তমানে সংক্রমিত রোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। আক্রান্তের মধ্যে বিদেশী নাগরিকও রয়েছে। আক্রান্তের মধ্যে ৫৩.৭৯ ভাগ রোগী সুস্থ্য হয়েছে।
ভারতে গত ৮ দিন ধরে দৈনিক ১ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে, ১ থেকে ১৯ জুন পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ৯৯৭ জন আক্রান্ত হয়েছে।
মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লী, গুজরাট এবং উত্তর প্রদেশ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।
২৪ ঘন্টায় নতুন করে মৃত ৩৩৬ জনের মধ্যে মহারাষ্ট্রে ১০০,দিল্লীতে ৬৫,তামিলনাড়–তে ৪৯, গুজরাটে ৩১, উত্তর প্রদেশে ৩০, কর্নাটক ও পশ্চিমবঙ্গে ১২ জন করে, রাজস্থানে ১০, জম্মু ও কাশ্মীরে ৬, পাঞ্জাবে ৫, হরিয়ানা ও মধ্য প্রদেশে ৪ জন করে, তেলেঙ্গানায় ৩, অন্ধ্রপ্রদেশে ২ এবং আসাম, ঝাড়খন্ড ও কেরালায় ১ জন করে মারা গেছে।
বাসস /পিটিআই/অনু-এমএবি/১৮০৯/আরজি