বাসস ক্রীড়া-১ : অনুশীলনে ফিরছে ইংল্যান্ড নারী দলও

122

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-ইংল্যান্ড নারী দল
অনুশীলনে ফিরছে ইংল্যান্ড নারী দলও
লন্ডন, ১৯ জুন ২০২০ (বাসস) : এবার অনুশীলনে ফিরেেছ ইংল্যান্ড নারী ক্রিকেট দল। সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে এ মাসেই নারী দল অনুশীলনে ফিরছে বলে গতকাল ঘোষনা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট কর্তারা।
প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে চলতি মাসের শেষের দিকে নির্ধারিত ভারতের বিপক্ষে হোম সিরিজটি পরিত্যক্ত ঘোষনা করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
কম লাভজনক হওয়ায় নারীদের চাইতে পুরুষ দলের ক্রিকেটকে ফেরাকে অনেকেই অগ্রাধিকার দেয় ইসিবি। আর এ মৌসুমে ইংল্যান্ড নারী দলের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
কিন্তু ত্রিদেশীয় সিরিজ নিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে ইসিবি।
২০১৭ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক হিথার নাইটসহ ২৪ জনের একটি গ্রুপের দল আগামী ২২ জুন থেকে অনুশীলন শুরু করছে।
সকল অনুশীলন সেশনে বায়ো-সুরক্ষা পরিবেশে অনুষ্ঠিত হবে এবং আগামী মাস থেকে শুরু হওয়া পুরুষদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সাথে মিল রেখে মেডিকেল নির্দেশিকা পালন করা হবে।
ইসিবির নারী দলের ডিরেক্টর জনাথন ফিঞ্চ বলেন, ‘এই গ্রীষ্মে ক্রিকেট খেলার ব্যাপারে আমরা আশাবাদি এবং এই গ্রুপের খেলোয়াড়দের অনুশীলনে ফিরে আসাটা আনন্দায়ক। আশা করা যায়, গ্রীষ্মে ইংল্যান্ড নারী দলে মাঠে ফেরার এটি কাছাকাছি ধাপ।’
বাসস/এএমটি/১৭৪৫/স্বব