বাসস বিদেশ-৩ : তালেবানদের সঙ্গে চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের ৮,৬০০ সৈন্য প্রত্যাহার

196

বাসস বিদেশ-৩
আফগানিস্তান-মার্কিন সেনা-হ্রাস
তালেবানদের সঙ্গে চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের ৮,৬০০ সৈন্য প্রত্যাহার
ওয়াশিংটন, ১৯ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি বৃহস্পতিবার বলেছেন, তালেবানদের সঙ্গে আলোচনা অনুযায়ী আফগানিস্তান থেকে প্রায় ৮ হাজার ৬০০ সৈন্য সরিয়ে নেয়া হয়েছে।
এসপেন ইনস্টিটিউট আয়োজিত এক প্যানেল আলোচনায় জেনারেল ম্যাকেনজি বলেন, ‘এখন আমি আপনাদের বলতে পারি চুক্তি অনুযায়ী আমাদের শর্ত আমরা পূরণ করেছি।’
তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী ১৩৫ দিনের মধ্যে ৮ হাজার সৈন্য সরিয়ে নেয়ার কথা, আমরা এখন সেটা করেছি।’
ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে যুক্তরাষ্ট্র মধ্য জুলাইয়ের মধ্যে আফগানিস্তানে ১২ হাজার সেনা থেকে ৮ হাজার ৬০০ সেনা কমানোর ব্যাপারে সম্মত হয়।
চুক্তিতে বলা হয়, ২০২১ সালের মাঝামাঝি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য সকল বিদেশী সৈন্য সরিয়ে নেয়া হবে। নিউইয়র্ক ও ওয়াশিংটনে আল কায়দার ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনায় আফগানিস্তানে অভিযানের প্রায় ২০ বছর পরে এই চুক্তির আওতায় দেশটি থেকে মার্কিন ও অন্য বিদেশী সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে।
ম্যাকেনজি বলেন, ২০২১ সালের মে মাস নাগাদ সকল সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে, এটি ‘আকাক্সিক্ষত’ এবং শর্তসাপেক্ষ।
বাসস/এএফপি/অনু-এমএবি/১৩১০/-আরজি