বাসস বিদেশ-১২ : মঙ্গোলিয়ায় ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত ২৯ শিশু নিহত

386

বাসস বিদেশ-১২
মঙ্গোলিয়া-দুর্ঘটনা
মঙ্গোলিয়ায় ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত ২৯ শিশু নিহত
উলান বাটর, ১৮ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : মঙ্গোলিয়ায় ২০২০ সালের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় অন্তত ২৯ শিশু নিহত ও ১৪৩ শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির ট্রাফিক পুলিশ বিভাগ (টিপিডি) এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
টিপিডি জানায়, দুর্ঘটনায় নিহত শিশুদের মধ্যে ১২ শিশু তাদের বাড়ির উঠোনে ড্রাইভিং স্ট্রার্ট করা অথবা গাড়ী ব্যাক করার সময় দুর্ঘটনায় প্রাণ হারায়। এদের বয়স আট বছরের নীচে।
পুলিশ বিভাগ শিশুদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও পিতামাতাকে সজাগ থাকার এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে।
পুলিশ বিভাগের তথ্যানুসারে, ২০১৯ সালে দেশটিতে শিশুরা মোট ৮১৯টি দুর্ঘটনার শিকার হয়। এতে মোট ৪৯ শিশু নিহত ও ৭৭০ শিশু আহত হয়।
বাসস/অনু-জেজেড/২২০৯/আরজি