বাসস বিদেশ-১১ : অক্টোবর পর্যন্ত কোয়ান্টাসের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

399

বাসস বিদেশ-১১
অস্ট্রেলিয়া-স্বাস্থ্য-ভাইরাস-বিমান-চলাচল
অক্টোবর পর্যন্ত কোয়ান্টাসের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
সিডনি, ১৮ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : অস্ট্রেলিয়ার পতাকাবাহী এয়ারলাইন্স কোয়ান্টাস বৃহস্পতিবার জানিয়েছে, তারা অক্টোবরের শেষ পর্যন্ত কেবলমাত্র নিউজিল্যান্ড ছাড়া সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। খবর এএফপি’র।
আগামী বছরের আগে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান চলাচল ফের শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ার পর্যটন মন্ত্রী সিমন বার্মিংহাম এমন কথা বলার পর এ সিদ্ধান্তের কথা জানানো হলো।
কোয়ান্টাসের মুখপাত্র এক বিবৃবিতে বলেন, ‘ কিছু দিনের জন্য অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ থাকায় আমরা অক্টোবরের শেষ পর্যন্ত আন্তর্জাতিক রুটের অধিকাংশ ফ্লাইট বাতিল করেছি।’
তবে, আগামী মাসগুলোতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের (টাসম্যান) মধ্যে কিছু বিমান চলাচল অব্যাহত থাকবে।
করোনা ভাইরাস সফলভাবে মোকাবেলার পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে আরোপ করা বিধিনিষেধ শিথিল করে। দেশ দু’টিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম।
নিউজিল্যান্ড ২৪ দিন ধরে করোনাহীন থাকার পর গত মঙ্গলবার সম্প্রতি যুক্তরাজ্য থেকে আগত দুই নারীর কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের একজনের করোনার হালকা উপসর্গ থাকা সত্ত্বেও ভাইরাসটি পরীক্ষা না করেই প্রাথমিকভাবে কোয়ারেন্টিন ছাড়ার অনুমতি দেয়া হয়েছিল।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নিউজিল্যান্ড গত সপ্তাহে তাদের দেশকে করোনামুক্ত ঘোষণা করে। ৫০ লাখ জনসংখ্যার এ দেশে মাত্র ২২ জন কোভিড-১৯ ভাইরাসে প্রাণ হারায়।
বাসস/এমএজেড/২১২৬/আরজি