বাসস দেশ-১৯ : সিলেটে করোনা থেকে ৫৩ পুলিশ সদস্য সুস্থ

108

বাসস দেশ-১৯
সিলেট-করোনা-সুস্থ্য
সিলেটে করোনা থেকে ৫৩ পুলিশ সদস্য সুস্থ
সিলেট, ১৮ জুন ২০২০ (বাসস): সিলেটে করোনা আক্রান্ত পুলিশের ১৫৮ সদস্যের মধ্যে আজ পর্যন্ত ৫৩ জন সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
করোনায় আক্রান্তদের মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৬৬ জন এবং জেলা পুলিশের ৯২ জন সদস্য রয়েছেন। এরমধ্যে এসএমপি’র ১২ জন পুলিশ সদস্য সুস্থ্য হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। জেলা পুলিশের ৯২ জনের মধ্যে ৪১ সুস্থ্য হয়ে কর্মস্থলে যোগদান করেছেন। এখন পর্যন্ত সিলেটে কোনো পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা যাননি বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, ইতোমধ্যে এসএমপি’র ১২ জন পুলিশ সদস্য সুস্থ্য হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন, বাকিরা সবাই সুস্থ হওয়ার পথে আছেন।
গত এক মাসে দায়িত্বরত অবস্থায় এসএমপি’র ৬৬ জন পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এরমধ্যে অধিকাংশই সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন এবং কয়েকজন নিজ বাসাতেই আইসোলেশনে আছেন ।
সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান আজ বাসসকে জানান,
জেলা পুলিশের আক্রান্ত ৯২ জনের মধ্যে ৪১ জন সুস্থ্য হয়ে উঠেছেন। বাকিদের মধ্যে ৩৫ জন সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে এবং কয়েকজন নিজ বাসাতে আইসোলেশনে আছেন ।
এখন পর্যন্ত সিলেট জেলা পুলিশের ৯২ জনের মধ্যে শুধু ৪৫ জন বিশ্বনাথ থানা পুলিশের সদস্য রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হচ্ছে গোয়াইনঘাট থানায়। সেখানে আক্রান্ত রয়েছেন ১২ পুলিশ সদস্য।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮১৬/এএএ