সংঘাত ও নিপীড়নের কারণে বিশ্বে প্রায় ৮ কোটি মানুষ গৃহহীন

252

জেনেভা, ১৮ জুন, ২০২০ (বাসস ডেস্ক): সারা বিশ্বের প্রায় ৮ কোটি মানুষ সংঘাত ও নিপীড়নের কারণে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এর ফলে বিশ্বে এক শতাংশের বেশি মানুষ বর্তমানে গৃহহীন অবস্থায় বসবাস করছে। বৃহস্পতিবার জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।
জাতিসংঘ শরণার্থী সংস্থার নতুন এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ নাগাদ বিশ্বের ৭ কোটি ৯৫ লাখ মানুষকে শরণার্থী, না হয় অভিবাসন প্রত্যাশী হিসেবে বা তাদের নিজ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়ে বসবাস করতে দেখা যায়।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপো গ্রান্ডি এক সাক্ষাতকারে এএফপি’কে বলেন, ‘বিশ্বের মোট জনসংখ্যার এক শতাংশের বেশি মানুষ যুদ্ধ, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং নানা ধরনের সংঘাতে কারণে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে পারছে না।’