করোনায় আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট হাসপাতালে ভর্তি

467

তেগুসিগালপা, ১৮ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অরলানডো হার্নান্দেজ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর রাজধানী তেগুসিগালপার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকার বুধবার এ কথা জানায়।
প্রেসিডেন্টের চিকিৎসকরা বলেছেন, টেস্টে তার নিউমোনিয়া সংক্রমন ধরা পড়েছে। সরকারের মুখপাত্র ফ্রান্সিস কন্টারাস রাজধানীর সামরিক হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, হার্নান্দেজের “ফুসফুসে সামান্য সংক্রমন হয়েছে, তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।”
৫১ বছর বয়সী এই প্রেসিডেন্ট মঙ্গলবার বলেছেন,তিনি অস্বস্তি অনুভব করছেন, পরে টেস্টে তাঁর করোনা পজেটিভ পাওয়া যায়।
ফ্রান্সিস বলেন, প্রেসিডেন্টের করোনা উপসর্গ সামান্য এবং তিনি হাসপাতাল থেকে টেলিফোনের মাধ্যমে কাজ করবেন।
প্রেসিডেন্টের স্ত্রী আনা গার্সিয়া’র করোনা পজেটিভ তবে তার মধ্যে কোন উপসর্গ দেখা যায়নি।
মধ্য আমেরিকার এই দেশটিতে ৯ হাজার লোক করোনা আক্রান্ত এবং ৩২২ জনের মৃত্যু হয়েছে।