বাসস ক্রীড়া-১৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ জনের অনুশীলন ক্যাম্পে মঈন-লরেন্স

194

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-ইংল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ জনের অনুশীলন ক্যাম্পে মঈন-লরেন্স
লন্ডন, ১৭ জুন ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে গেল মার্চ থেকে বিশ্ব ক্রীড়াঙ্গন বন্ধ। করোনার প্রভাব কাটেনি, তারপরও ইউরোপের ফুটবল মাঠে গড়িয়েছে। আগামী মাসে মাঠে ফিরছে ক্রিকেটও। নিজ দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টে সিরিজ আয়োজন করবে ইংল্যান্ড। ঐ সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পের জন্য ৩০ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এ মাসের শুরুতেই ৫৫ জন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করে ইসিবি। সেখান থেকে কমিয়ে ৩০ জনের দল করেছে ইসিবি।
গেল গ্রীষ্মে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের পর দল থেকে বাদ পড়েছিলেন অলরাউন্ডার মঈন আলি। তাকে অনুশীলন ক্যাম্পের দলে রাখা হয়েছে। পরবর্তীতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে সুযোগ পাননি মঈন।
গেল তিন মৌসুমে কাউন্টি ক্রিকেটে এসেক্সের দু’টি শিরোপায় প্রধান ভূমিকা ছিলো ড্যান লরেন্সের। অস্ট্রেলিয়ার সফরে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষেও দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি। চারদিনের ম্যাচে দু’টি সেঞ্চুরি করেন লরেন্স। এরমধ্যে মেলবোর্নে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ১২৫ রানের ইনিংস ছিলো তার। তার সেঞ্চুরিতে সফরে আট ম্যাচের মধ্যে একমাত্র জয়টি পায় ইংল্যান্ড লায়ন্স। ইংল্যান্ডের হয়ে এখনো কোন আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি লরেন্সের।
এছাড়াও দলে ফিরেছেন জেমস এন্ডারসন, জোফরা আর্চার ও মার্ক উড। ইনজুরির কারনে শ্রীলংকা সফর থেকে বাদ পড়েছিলেন তারা। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন ওপেনার ররি বার্নস। তাকেও এই দলে রাখা হয়েছে।
ইংল্যান্ডের ৩০ সদস্যের দল : জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস এন্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, ডম বেস, জেমস ব্রেসি, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, জো ডেনলি, বেন ফোকস, লুইস গ্রিগরি, কিটন জেনিংস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, জেমি ওভারটন, ম্যাট পার্কিনসন, ওলি পোপ, ওলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস, ওলি স্টোন, আমার ভিরডি, ক্রিস ওকস ও মার্ক উড।
বাসস/এএমটি/২০৪৮/স্বব