বাসস বিদেশ-১১ : হন্ডুরাসের প্রেসিডেন্ট ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

199

বাসস বিদেশ-১১
হন্ডুরাস-স্বাস্থ্য
হন্ডুরাসের প্রেসিডেন্ট ও তার স্ত্রী করোনায় আক্রান্ত
তেগুচিগালপা, ১৭ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : হন্ডুরাসের প্রেসিডেন্ট ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ বলেন, সপ্তাহান্তে আমি খারাপ বোধ করতে শুরু করি। আজ পরীক্ষা শেষে জানতে আমি করোনা পজিটিভ।
দেশটির ৫১ বছর বয়সী এই নেতা বলেন, তার উপসর্গ সামান্য। চিকিৎসাকালে তিনি টেলিওয়ার্ক চালিয়ে যাবেন।
তার স্ত্রী আনা গার্সিয়া উপসর্গহীন বলে তিনি জানান।
ল্যাটিন আমেরিকার দেশটিতে ১০ হাজারের কম লোক করোনা ভাইরাসে আক্রান্ত এবং মারা গেছে ৩৩০ জন।
করোনা মোকাবেলায় দেশটিতে মার্চ মাসে কারফিউ জারি করা হয়। তা সত্ত্বেও সংক্রমণ বাড়ছে। জনগণের ঘরে থাকা নিশ্চিত করতে সেনা ও পুলিশও মোতায়েন করা হয়।
বাসস/জুনা/২০৩০/স্বব