বাসস বিদেশ-১০ : উত্তর ইরাকে বিদ্রোহী কুর্দি বাহিনীয় বিরুদ্ধে অভিযান শুরু করেছে তুরস্ক

231

বাসস বিদেশ-১০
ইরাক তুরস্ক
উত্তর ইরাকে বিদ্রোহী কুর্দি বাহিনীয় বিরুদ্ধে অভিযান শুরু করেছে তুরস্ক
ইস্তানবুল, ১৭ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : তুরস্ক বুধবার বলেছে, কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে উত্তর ইরাকে বিশেষ বাহিনী মোতায়েন করবে। অভিযানে এয়ার ও আর্টিলারি সমর্থন নেয়া হবে।
প্রতিরক্ষা মন্ত্রনালয় এক টুইটে জানায়,“অপারেশন ক্ল-টাইগার শুরু হয়েছে। আমাদের বিশেষ বাহিনীর যোদ্ধারা হাফতানিনে আছেন।”
এতে বলা হয়, “ কমব্যাট হেলিকপ্টার ও ড্রোনের সমর্থনে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের বিমান বাহিনী কমান্ডোদের সেখানে পৌঁছে দিয়েছে।”
প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, ইরাক সীমান্তের কাছে সম্প্রতি আমাদের পুলিশ স্টেশন ও সামরিক ঘাটিতে হামলার জবাবে তারা এই অভিযান শুরু করেছে।
আগে আর্টিলারি গোলা বর্ষণের মাধ্যমে সেখানে সেনাদের মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় তুরস্ক ও ইরাকের মধ্যে বিরোধ বাড়ছে, উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহী এলাকায় চলতি সপ্তাহে বিমান হামলার প্রতিবাদে মঙ্গলবার বাগদাদে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়।
দক্ষিণ পূর্ব তুরস্কে দেশটির সেনাবাহিনী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে। পিকেকে’র মূল ঘাটি তুর্কি সীমান্তের ওপারে , শুক্রবার রাতে তুরস্কেও সেনাবাহিনী উত্তর ইরাকের কান্দিল,সিনজার ও হাকুর্কে অভিযান শুরু করে।
বাসস/এএফপি/অনু-এমএবি/২০২০/স্বব