বাসস ক্রীড়া-১৫ : পর্তুগালের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৪ পর্যন্ত বাড়িয়েছেন কোচ স্যান্টোস

200

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-পর্তুগাল – স্যান্টোস
পর্তুগালের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৪ পর্যন্ত বাড়িয়েছেন কোচ স্যান্টোস
মাদ্রিদ, ১৭ জুন ২০২০ (বাসস/এএফপি) : জাতীয় দলের দায়িত্বের মেয়াদ বাড়িয়েছেন পর্তুগালের প্রধান কোচ ফার্নান্দো স্যান্টোস। এর ফলে ২০২৪ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ পর্যন্ত জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে তিনি বহাল থাকবেন বলে জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
২০১৪ বিশ^কাপের পর প্রধান কোচের দায়িত্ব নিয়ে পর্তুগাল দলকে দারুন সফলতা এনে দিয়েছেন স্যান্টোস। এ সময় ইউরো ২০২৬ শিরোপার পাশপাশি গত বছর নেশন্স লীগের শিরোপাও ঘরে তুলেছেন তিনি।
দুই বছর আগে অনুষ্ঠিত ফিফা বিশ^কাপের নকআউট পর্বে উন্নীত হয়েছিল পর্তুগাল। শেষ ষোলর লড়াইয়ে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। নতুন মেয়াদে ৬৫ বছর বয়সি এই কোচ স্থগিত হয়ে যাওয়া ইউরোপীয় চ্যাম্পিয়নশীপেও দলকে দেখভাল করবেন। যেটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে আগামী বছর। সেই সঙ্গে ২০২২ কাতার বিশ^কাপেও তার নেতৃত্বে অংশগ্রহন করবে পর্তুগাল।
ফেডারেশনের সভাপতি ফার্নান্দো গোমেজ বলেছেন, ‘এটি ছিল একটি সহজ ব্যাপার। আমরা ইউরোপীয় চ্যাম্পিয়নদের চুক্তি নবায়ন করেছি। তিনি (স্যান্টোস) হচ্ছেন একজন বিজয়ী।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯৫৫/স্বব