জাভি সানচেজকে ভায়াদোলিদের কাছে ছেড়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ

214

মাদ্রিদ, ১৭ জুন ২০২০ (বাসস) : রিয়াল ভায়াদোলিদের কাছে স্থায়ীভাবে ডিফেন্ডার জাভি সানচেজকে ছেড়ে দেবার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
এবারের মৌসুমে ভায়াদোলিদে ধারে খেলতে গিয়েছিলেন সানচেজ। আর সেখানে গিয়ে কোচ সার্জিও গঞ্জালেজের আস্থার প্রতিদান বেশ ভালভাবেই দিয়েছেন এই ডিফেন্ডার।
লস ব্ল্যাঙ্কোসদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাভি সানচেজের ট্রান্সফারের ব্যপারে রিয়াল মাদ্রিদ ও রিয়াল ভায়াদোলিদ সমঝোতায় পৌঁছেছে। ২০০৫ সালে মাত্র আট বছর বয়সে জাভি সানচেজ আমাদের একাডেমীতে যোগ দিয়েছিলেন। তখন থেকেই তার মধ্যে একজন ভাল ফুটবলারের সব ধরনের প্রতিভা লক্ষ্য করা গেছে। দিনে দিনে সে নিজেকে একজন দক্ষ পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তুলেছিল। ক্যারিয়ারের পরবর্তী ধাপে তার জন্য শুভকামনা রইলো।’
মৌসুমের শেষে সেন্টার-ব্যাক সালিসুর সাথে ভায়াদোলিদের বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর তার স্থানে সানচেজের সাথে দীর্ঘ মেয়াদেই চুক্তির আভাস দিয়েছে ভায়াদোলিদ।