বাসস বিদেশ-৬ : ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় দফা সংক্রমণ : চিকিৎসা সরঞ্জাম মজুদের প্রস্তুতি ন্যাটোর

123

বাসস বিদেশ-৬
ভাইরাস- ন্যাটো
ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় দফা সংক্রমণ : চিকিৎসা সরঞ্জাম মজুদের প্রস্তুতি ন্যাটোর
ব্রাসেলস, ১৭ জুন, ২০২০(বাসস ডেস্ক) : ন্যাটো করোনা মহামারির সম্ভাব্য দ্বিতীয় দফার সংক্রমণ ঠেকানোর প্রস্তুতি হিসেবে চিকিৎসা সরঞ্জাম মজুদ করবে।
ন্যাটো মহাসচিব জেন্স স্টলবার্গ মঙ্গলবার এ ঘোষণা দিয়ে বলেছেন, ভাইরাসটি যদি আরো বেশি শক্তি নিয়ে দ্বিতীয় দফায় ফিরে আসে তাহলে তার প্রস্তুতির জন্যে জোটভুক্ত ৩০টি দেশ পরিকল্পনা প্রণয়ন করছে।
প্রথম দফায় এ ভাইরাসের সংয়ক্রমণের সময়ে কোন কোন দেশকে সার্জিক্যাল মাস্কের মতো মূল সরঞ্জাম পাওয়ার জন্যে লড়াই চালাতে হয়েছে।
ভাইরাসের সম্ভাব্য দি¦তীয় সংক্রমণ ঠেকাতে চলতি সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রীরা একটি নতুন কর্মপরিকল্পনায় স্বাক্ষর করছেন।
এতে ব্যক্তিগত সুরক্ষাসহ অন্যান্য সরঞ্জাম তৈরির কথা রয়েছে যাতে প্রয়োজনে দ্রুত সেসব বিতরণ করা যায়।
এছাড়া মেডিক্যাল সরঞ্জাম ক্রয় এবং রোগীদের প্রয়োজনীয় সহায়তার জন্যে বিশেষ তহবিল গঠনের কথাও এতে বলা হয়েছে ।
স্টলবার্গ বলেন, এই পদক্ষেপ করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় দফার আক্রমণ ঠেকাতে আমাদের জোরালো প্রস্তুতি নিশ্চয়তা করবে।
বাসস/জুনা/১৫২০/-জেহক