বাসস দেশ-৫ : প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে

116

বাসস দেশ-৫
নদ নদী পরিস্থিতি
প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে
ঢাকা, ১৭ জুন, ২০২০ (বাসস): দেশের সকল প্রধান নদ নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল , তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশ এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে,এই সময়ে আপার মেঘনা অববাহিকার এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এদিকে,দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে ৫৮টি ও পানি বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে হ্রাস পেয়েছে ৩৮ টি পানি সমতল স্টেশনের । অপরিবর্তিত রয়েছে ৫ টির।
গত ২৪ ঘন্টায় দেশের কক্সবাজার ২২২ মিলিমিটার, লামায় ১৭৭ মিলিমিটার,টেকনাফে ৫৯ মিলিমিটার, দূর্গাপুরে ৫৬ মিলিমিটার, রাজশাহীতে ৫৬ মিলিমিটার,পাঁচপুকুরিয়ায় ৫৫ মিলিমিটার চট্টগ্রামে ৫৫ মিলিমিটার,বরিশালে ৫৪ ািমলিমিটার,জাফলংয়ে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বাসস/সবি/এসএস/১৪১০/অমি