বাসস ক্রীড়া-১৪ : বরখাস্ত হবার আগেই অব্যাহতি নিলেন রবার্টস

110

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-রবার্টস
বরখাস্ত হবার আগেই অব্যাহতি নিলেন রবার্টস
সিডনি, ১৬ জুন ২০২০ (বাসস) : সম্প্রতি অস্ট্রেলিয়ার বেশক’টি সংবাদমাধ্যমের খবর, করোনাভাইরাস পরিস্থিতিতে বোর্ডের আর্থিক অবস্থা সামলাতে না পারায় চাকরি হারাতে চলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহি কেভিন রবার্টস। কিন্তু বোর্ড থেকে সরিয়ে দেয়ার আগেই নিজেই সরে গেলেন রবার্টস।
রবার্টসের সড়ে যাবার খবর নিশ্চিত করেছেন সিএ চেয়ারম্যান আর্ল এডিংস। এরপর সিএ’র পরিচালনা পর্ষদ থেকেও রবার্টসের সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করা হয়।
করোনাভাইরাস মহামারির মধ্যে খরচ বাঁচানোর নানা পদক্ষেপ নিয়ে সমালোচিত হন রবার্টস। বোর্ডের ৮০ শতাংশ কর্মীকে পারিশ্রমিক কেটে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর বোর্ড কর্মকর্তাদের বেতনের ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেন রবার্টস। তাই সিএ’র পরিচালনা পর্ষদ ক্ষুব্ধ ছিলো রবার্টসের কার্যকলাপে। ফলে তাকে সরিয়ে দেয়ার সিদ্বান্ত নেয় সিএ’র পরিচালনা পর্ষদ। কিন্তু নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিলেন রবার্টস। ২০ মাস সিএ’র প্রধান নির্বাহির দায়িত্ব পালন করেছেন রবার্টস।
২০২১ সাল পর্যন্ত সিএ প্রধান নির্বাহী পদে থাকর চুক্তি ছিলো রবার্টসের। তাই চুক্তি শেষ হবার আগেই বিদায় নিতে হলো তাকে। তাই বাকি থাকা ১৮ মাসের পারিশ্রমিক রবাটর্স পাবেন কি-না তা নিয়ে কিছু বলেনি সিএ।
রবার্টসের পরিবর্তে সিএ’র প্রধান নির্বাহির দায়িত্ব পেয়েছেন টি-২০ বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী নিক হকলি। তবে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন হকলি।
বাসস/এএমটি/১৯০৮/স্বব