বাসস ক্রীড়া-১৩ : টি-২০ বিশ্বকাপ আয়োজন ‘অবাস্তব’ স্বীকার বরছে আয়োজক অস্ট্রেলিয়াই

109

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বিশ্বকাপ
টি-২০ বিশ্বকাপ আয়োজন ‘অবাস্তব’ স্বীকার বরছে আয়োজক অস্ট্রেলিয়াই
সিডনি, ১৬ জুন ২০২০ (বাসস) : আগামী টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়া। তবে এই অস্ট্রেলিয়াই বলছে, নির্ধারিত সূচিতে টি-২০ বিশ্বকাপ আয়োজন ‘অবাস্তব’। প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে চিন্তা করা ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান আর্ল এডিংস। তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন অবাস্তব।’
আজ ভিডিও কনফারেন্সে সংবাদমাধ্যমকে এডিংস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে যদিও বিশ্বকাপ এখনও বাতিল হয়নি বা পিছিয়ে যায়নি। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের নানা প্রান্ত থেকে ১৬টি দলকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা অবাস্তব চিন্তা। কারন বেশির ভাগ দেশে এখনো কোভিড-১৯ বেড়েই চলেছে। আমার মতে, বিশ্বকাপ আয়োজন অবাস্তব এবং খুব কঠিন হবে।’
আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের পর্যন্ত অস্ট্রেলিয়ার পরবর্তী টি-২০ বিশ্বকাপের সূচি রয়েছে। তবে এটি এখন করোনার হুমকির মুখে। তবে টি-২০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্বান্ত নিবে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্বান্ত নিয়ে হিমশিম খাচ্ছে আইসিসিও।
সম্প্রতি দু’দফা বৈঠক করেও বিশ্বকাপ নিয়ে কোন সিদ্বান্ত জানাতে পারেনি আইসিসি। আগামী মাসে আবারো আইসিসির বৈঠক রয়েছে। সেই বৈঠক থেকে আসলেও, আসতে পারে টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্বান্ত। তবে সিদ্বান্ত যাই আসুক না কেন, আয়োজক অস্ট্রেলিয়াই বিশ্বকাপ আয়োজনকে ‘অবাস্তব’-‘কঠিন’ বলে মন্তব্য করে বসলো। গেল মাসে সিএ’র পক্ষ থেকে জানানো হয়েছিলো, বিশ্বকাপ আয়োজন হবে বড় ঝুঁকি।
এ দিকে বিশ্বকাপ আয়োজন নিয়ে ব্যাপারে সিএ’র চেয়ারম্যান মন্তব্য করার দিনই চাকরি হারানোর গুঞ্জনের মধ্যে পদত্যাগ করেছেন প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন টি-২০ বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী নিক হকলি। তবে সিএ’র প্রধান নির্বাহী পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন হকলি।
অবশ্য দায়িত্ব নিয়ে বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে দিলেন হকলি। তিনি বলেন, ‘অনিশ্চয়তা থাকলেও বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাওয়া হবে। আমাদের দুর্দান্ত আয়োজক কমিটি আছে। আমরা সবকিছুর জন্যই প্রস্তুতি নিচ্ছি।’
বাসস/এএমটি/১৮৪২/স্বব