বাসস দেশ-১৯ : করোনার সনদ সরবরাহকারী চারজন ৩ দিনের রিমান্ডে

92

বাসস দেশ-১৯
করোনা-সনদ-রিমান্ড
করোনার সনদ সরবরাহকারী চারজন ৩ দিনের রিমান্ডে
ঢাকা, ১৬ জুন, ২০২০ (বাসস) : টাকার বিনিময়ে করোনার সনদ সরবরাহকারী চারজনকে আজ ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
তারা হলেন- ফজল হক (৪০), মো. শরিফ হোসেন (৩২), মো. জামশেদ (৩০) ও মো. লিয়াকত আলী (৪৩)।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে পুলিশ। এরঅগে সোমবার দুপুরে রাজধানীর মুগদা এলাকা থেকে তাদের গ্রেফতারের করে র‌্যাব। তাদের বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা করা হয়। এ মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ফয়সাল মুন্সী।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুগদা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ইউসুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রায় একশ’টি করোনার ভুয়া সনদপত্র, দু’টি কম্পিউটার, দু’টি প্রিন্টার এবং দু’টি স্ক্যানার উদ্ধার করা হয়। তারা টাকার বিনিময়ে করোনার নেগেটিভ বা পজিটিভ রিপোর্ট প্রদান করে আসছিল। তাদের দেয়া করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে বিদেশে গিয়ে অনেকের করোনা পজেটিভ পাওয়া গেছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮২০/এএএ